দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনার দেবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রাশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, দেবহাটা উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, দেবহাটা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে দেবহাটা হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ পরির্দশন করেন অতিথিবৃন্দ। ডিসপ্লে শেষে উপজেলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা সভা, বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, প্রাণী সম্পাদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারন সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্র্তা নাজমুন নাহার। অনুষ্ঠান শেষে অতিথিরা স্বাধীতনা সংগ্রামের ৯নং সাব সেক্টরের কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহাজান মাস্টারের কবর জিয়ারত করেন।
এছাড়াও সখিপুর প্রতিনিধি জানান যে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের নের্তৃবৃন্দরা। সকাল সাড়ে ৭টায় পুষ্পমালা অর্পন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ও উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারন সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্যাহ- আল মাসুদ, কার্য্য নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, আজিজুল হক আরিফ, এস এম নাসির উদ্দীন, আবু হুরাইরা, নির্মল কুমার মন্ডল, রুহুল আমিন, ডাঃ অহিদুজ্জামান, আবির হোসেন লিয়ন প্রমুখ।
Leave a Reply