1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
৭ পৌষ, ১৪৩১
Latest Posts

আজকের দিনটি কেমন যাবে?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ৪৮৪ সংবাদটি পড়া হয়েছে

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও বৃহস্পতি। ৩০ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ ঃ হলুদ ও গোলাপী। শুভ গ্রহ ও বার ঃ রবি ও বৃহস্পতি। শুভ রতœ গার্ণেট ও পোখরাজ।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি ভোর রাত : ৫:১৯ পর্যন্ত ,পরে ৪র্থী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো যাবে। বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। ঠিকাদারী বা সাপ্লাই এর কাজে কিছু নতুন অর্ডার পেতে পারেন। মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করা ঠিক নয়। কোনো বড় ভাই বা বন্ধুর রহস্যজনক আচরনের কারনে কিছুটা চিন্তায় পরতে পারেন। আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে):চাকরী সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল। ব্যবসায়ীরা আজ কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে কোন প্রকার ঝামেলা দেখা দিতে পারে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার মন বুঝে চলার চেষ্টা করুন। নিজের ইচ্ছাকে আজ দমন করলে ভালো হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন):আজ কোনো রহস্যজনক কারনে ভাগ্য আপনার সাথে লুকচুরি খেলতে পারে। বিদ্যার্থীদের সময় কিছুটা খারাপ যাবে। বিশ্ব বিদ্যালয়ের কোনো পরীক্ষায় খারাপ করতে পারেন। ট্রাভেল এজেন্ট ও বিমান টিকেট বিক্রয়ের সাথে জড়িতরা কোনো মারাত্মক ভুল করতে পারেন। সতর্ক হোন। আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। ধর্মীও কাজে বাধা বিপত্তি দেখা দেবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই):আজ আইনগত কোনো ঝামেলা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। কোনো রহস্যজনক ঘটনার কারনে আপনার জীবনে ঝামেলা শুরু হতে পারে। ব্যাংকের ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। পাওনাদারের সম্মূখীন হতে পারেন। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিরা কোনো প্রকার ঝামেলায় পরতে চলেছেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। ব্যবসায় কেনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে। আপনার দাম্পত্য জীবনও কিছুটা ঝামেলা পূর্ণ। সকাল বেলাতেই জীবন সাথীর রহস্যজনক আচরনের কারনে এক চোট তর্ক বিতর্ক হতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোন সাপ্লাইয়ারের কারনে আজ বেইজ্জত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কারো সাথে অকারণে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলাই ভালো। ধুলা-বালু থেকে সাইনাস বা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এলার্জী সম্পর্কে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্মস্থলে সহকর্মীদের সাথে গোপন শত্রুতায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। কাজের লোকের কারনে কোনো মূল্যবান জিনিস খোঁয়া যেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ সৃজনশীল কাজের সাথে জড়িতদের নানা রকম ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। সন্তানের শরীর স্বাস্থ্য খুব ভোগাতে পারে। আজ প্রেমিক প্রেমিকাদের দেখা না করাই ভালো। অহেতুক সন্দেহের উদ্রেক হয় এমন কাজ করতে যাবেন না। লেখক ও শিল্পীরা তাড়াহুড়ো না করে আপনার প্রাপ্য সেলামী হিসেব করে বুঝে নিন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিকের বন্ধুদের দিনটি কিছুটা বাধা বিপত্তির। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে না। কোনো সমাপ্ত কাজের হটাৎ করে বাধা বিপত্তি দেখা দেবে। পারিবারিক অবস্থা কিছুটা ঝামেলাপূর্ণ। কোন কারনে পরিবারের সদস্যদের সাথে ঝামেলায় জড়াতে পারেন। মায়ের সাথে আজ ভুল বুঝাবুঝি ও মান অভিমান হতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): প্রকাশক ও সাংবাদিকদের দিনটি ঝামেলাপূর্ণ যাবে। আজ কোনো বড় রকমের ক্ষতির সম্মূখীন হতে পারেন। পত্র যোগাযোগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন। কারো পরমর্শে নিজে কোনো কাজ করতে গেলে আজ ঠকে যাবেন। ছোট ভাই এর সাথে কোনো কারনে ভুল বুঝাবুঝি দেখা দেবে। প্রতিবেশীর রহস্যজনক আচরনের কারনে কিছুটা ঝামেলায় পরতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): দিনটি মকর রাশির বন্ধুদের জন্য ভুলে ভরা একটি দিন হতে পারে। কারো সাথে ভুল বুঝাবুঝিতে জড়াতে পারেন। আজ কোনো ব্যবসায়ীক ক্রেতাকে কোনো পণ্যের দাম নির্ধারন করে বলবেন না। পরে কথা রাখতে খুবই কষ্ট হবে। নতুন কোনো চুক্তি না করাই ভালো। শ্যালকের সাথে আজ ভুলবুঝাবুঝি হতে চলেছে। খুচরা বিক্রেতারা আজ লোকসানের মুখে পরতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): মানসিক অবস্থা ভালো যাবে না। অজানা আশঙ্কায় অস্থির থাকবেন। জীবন সাথী ও ব্যবসায়ীক অংশীদারের প্রতি সন্দেহ প্রবণ হয়ে উঠতে পারেন। আপনার সন্দেহ বাতিকতার রোগে পেয়ে বসতে পারেন। কাউকে আজ বিশ্বাস করতে পারবেন না। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অতিন্দ্রীয় বিষয়ের প্রতি বিশ্বাসী হয়ে পরতে পারেন। আজ প্রতারিত হওয়ার যোগ প্রবল।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): আজ বাণিজ্যে ও ভ্রমনে ঝামেলা অব্যাহত থাকবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোনো ক্ষতির সম্মূখীন হতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় অংশীদারের সাথে মনমালিন্য হতে চলেছে। আপনার আর্থিক অবস্থা খুবই নাজুক থাকবে। কোন অহেতুক কারনে অনেক ব্যয় হবার আশঙ্কা। আইনগত জটিলতায় জড়িয়ে পরলে বহু টাকা ব্যয় করতে হবে।

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী

সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)

মোবাইল: ০১৭১৬-৬০৮০৮২

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd