নিজস্ব প্রতিনিধি ঃ জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলুর মনোনয়ন পত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় আনষ্ঠানিকভাবে শুরু হলো মনোনয়ন পত্র দাখিলের কার্যক্রম। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে এই প্রথম কোন প্রার্থী তার মনোনয়ন পত্র জেলা রিটার্র্নিং অফিসারের কাছে জমা দিলেন। এসময় সেখানো আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাসদ জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ কলারোয়া উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সভাপতি বিশ^াস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাতীয় নারী জোটের আহ্বায়ক পাপিয় আহমেদ প্রমুখ।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় বলেন, নির্বাচনী বিধি মেনেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ বিধি মেনেই চলবে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচারণবিধির উপর লক্ষ্য করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
Leave a Reply