সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন বলেছেন, জনগণ ভোট দিতে চায় কিন্তু ভোট দেয়ার পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন এখনও নিশ্চিত করেনি। জনগনের মধ্যে ব্যাপক নির্বাচনী উচ্ছাস কিন্তু জনগনের ভোটাধিকার প্রয়োগের উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছেনা। এখনও পুলিশ ও প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। প্রতিনিয়ত বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গত বুধবার বিকেল ৪ টায় মুক্ত রাজনৈতিক আন্দোলনের প্রার্থীরা স্বরূপ হাসান শাহিনের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আসলে জে এসডির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন তাদের স্বাগত জানিয়ে এ সকল কথা বলেন। মুক্তা রাজনৈতিক আন্দোলনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
মুক্ত রাজনৈতিক আন্দোলনের স্বরূপ হাসান শাহিন, জিল্লাল শিকদার, জালাল বাবু, ফারজানা ইয়াসমিন বেবি, পারিজাত পাল, মিল্টন হোসেন, সামসুদ্দিন সাচ্চুসহ ২০ জনের অধিক নেতা জেএসডি’র দপ্তর থেকে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেন।
Leave a Reply