কথা ছিলো ফিরে আসবো
বৃষ্টির শব্দের মতো আওয়াজ তুলে
নদী আর পাহাড়ের কাব্য লিখবো
কথা ছিলো
তোমার ভালোবাসার রোদ্দুরে শুকিয়ে নেবো
ভিজে যাওয়া আমার বাড়িঘর
কথা তো থাকেই
একদিন আকাশের হাত ধরে
নীল ছড়াতে ছড়াতে ধূসর জীবনে ফোটানোর কথা ছিলো নীলপদ্ম ঠিকানাহীন ভাবনার ছুটি দেয়া সময়কে ঝেড়ে ফেলে আর একবার রঙ
ছিটাবো ইচ্ছে মতো
ছিঁড়ে যাওয়া ঘুড়ির মতো দুজনের ছেঁড়া পথ আবার মিলবে
বেলা শেষে
কথা ছিলো
ভেঙে যাওয়া বুকের উঠোনে
চাষ করবো সোনালি রোদ্দুর
অজানা গন্তব্য থেকে হেঁটে আসবে আমাদের অনাগত আগামী
সূর্যের সাথে মিছিল করবো
একটি সমুদ্র আর নিষ্কলঙ্ক আকাশের দাবিতে
কথা তো থাকেই
কিন্তু কোন্ কথা থাকে
ধেয়ে আসা সুনামির সাথে
নাচতে নাচতে যেসব কথারা
হারিয়েছে ঘরে ফেরার পথ
যার পায়ের নিচে বয়ে গেছে বিস্তৃর্ণ হাহাকার
তার কথা তো আর থাকে না
Leave a Reply