মো. মুশফিকুর রহমান (রিজভি): সাতক্ষীরায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথী জন্মাষ্টমী পালিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীরা। মঙ্গল শোভাযাত্রা, যাত্রাপালা ও আলোচনা সভা তার মধ্য অন্যতম।
রবিবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়ীত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই শ্রীকৃষ্ণ ভগবানের আসনে অধিষ্ঠিত।’
আলোচনা সভায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ।
আলোচনা সভা শেষে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গন থেকে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শোভা যাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাটিয়া সদর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
এছাড়াও জেলার বিভিন্ন এলকায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।
Leave a Reply