ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

এসবিনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রবেশের ওপর সাময়িক যে নিষেধাজ্ঞা জারি করেছেন শনিবার দেশটির এক ফেডারেল বিচারক তার অংশ বিশেষের ওপর স্থগিতাদেশ জারি করেছেন।

আদালত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আটকা পড়া শরণার্থী ও অন্যান্যদের বিতাড়িত না করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যান ডোনেলি এই নির্দেশ প্রদানের পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন টুইটারে লিখেছে ‘বিজয়!!!!!’

সংস্থাটির আইনজীবীরা শক্রবার ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ বন্ধে সরকারের বিরুদ্ধে মামলা করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *