প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই নায়ক রাজের বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’

বিনোদন ডেস্ক: ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। দেখতে দেখতে চলে গেল এক বছর। প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই প্রকাশ হতে যাচ্ছে তার জীবনী ভিত্তিক প্রামাণ্যচিত্র, যার নির্মাণ শুরু হয় নায়করাজের জীবদ্দশায়।

দেড় ঘণ্টা ব্যাপ্তির এ চলচ্চিত্রের নাম ‘রাজাধিরাজ রাজ্জাক’। নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

জানা গেছে, ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আই-এ প্রচার হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’।

অভিনেতার মৃত্যুর বছরখানেক আগে শাইখ সিরাজ প্রামাণ্যচিত্রটি নির্মাণে হাত দেন। সেখানে নিজের সম্পর্কে অকপটে বলেছেন রাজ্জাক। তার দীর্ঘ সাক্ষাৎকারের পাশাপাশি স্থান পেয়েছে কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণ। সাথে যুক্ত হয়েছে রাজ্জাকের কালজয়ী সিনেমার অংশ ও গান।

রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয় জীবনের সহশিল্পীরা। তাদের মধ্যে আছেন সুচন্দা, কবরী, ববিতাসহ অনেকে।

শাইখ সিরাজ জানান, নায়কের ভক্তদের জন্য ‘রাজাধিরাজ রাজ্জাক’ সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে। পাশাপাশি ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *