স্টাফ রিপোটার ॥ সংবাদপত্র সমাজের দর্পন, সমাজ বিনির্মানে সাংবাদিকদের ভূমিকা অনস্বিকার্য। বিভিন্ন ক্ষেত্রে সমাজের ভালমন্দ দিক খুরধার লেখনীর মাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা। ২০০৪ সালের এ দিনে সাতক্ষীরার মাটিতে আজকের সাতক্ষীরা নামক যে ফুল ফুটেছিল, তের বছর পেরিয়ে সেই ফুল প্রস্ফুটিত হয়েছে অন্যদিকে আলোক রশ্মির বিকিরণ ঘটিয়ে সাতক্ষীরার বিশ লক্ষাধিক মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে তার দুর্বার উপস্থিতি জানান দিচ্ছে। আজকের সাতক্ষীরা জেলার মাটি আর মানুষের কথা বলে চলেছে, বঞ্চিত, অবহেলিত সাতক্ষীরার কথা বলে, অন্যায়, অনিয়ম, শোষন, নির্যাতন আর নিপীড়নের বিরুদ্ধে সদা সর্বদা জাগ্রত। পাঠকের প্রতি বিশ্বস্থতা, আন্তরিকতা, সহমর্মিতা এবং বস্তুনিষ্ঠতার ক্ষেত্র নিশ্চিত করে আজকের সাতক্ষীরা তার সৎ সাহসী নিরপেক্ষতা বজায় রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং স্বাধীনতা সর্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আজকের সাতক্ষীরা বরাবরই সংবাদ পরিবেশনের ক্ষেত্র পাঠকের চাহিদার প্রতি বিশেষ সতর্ক । একারণে শত সহ¯্র পাঠকের হৃদয়ে পত্রিকাটি স্থান করে নিয়েছে। আজকের সাতক্ষীরা দেশ, জাতি, গণতন্ত্র, সরকার এবং সরকারের উন্নয়নমুখিতাকে প্রচারনা করে চলেছে। বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছে, আজকের সাতক্ষীরা সরকারের উন্নয়ন কর্মকান্ড তার লেখনীর মাধম্যে পাঠকের কাছে পৌছে দিয়ে গণতন্ত্রকে সহযোগিতা করছে। অনন্তকাল বেঁচে থেকে আজকের সাতক্ষীরা পত্রিকা এ জনপদের উন্নয়নে সাহসী ভূমিকা রাখুক এ প্রত্যাশা রাখি পত্রিকাটির সম্পাদক ও সকল স্তরের সাংবাদিকদের উপর। গতকাল শহরের লেকভিউ এ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সাতক্ষীনা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একথা বলেন। তিনি আরও বলেন সাতক্ষীরা কোন বিচ্ছিন্ন এলাকা নয়, বরং সাতক্ষীরা জেলার মানুষ অতি শান্তিপ্রীয়, বিনয়ী। বিধায় সাতক্ষীরা জেলার উন্নয়নে সাংবাদিকদের আরও সতর্কতার সাথে কলম ধরতে হবে, সাদাকে সাদা ও কালকে কাল বলার সাহস সঞ্চয় করতে হবে। কোন অপশক্তি যেন এ জেলার ভাবমুর্তি নষ্ট করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলুর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুনছুর আহমেদ । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক শ্হা আব্দুস শাদী , জেলা পুলিশি কমিটির সভাপতি ও তুফান গ্রুপের চেয়ার ম্যান আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা , জেলা আওয়ামী লীগের য ুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাজেক্রীসের সাবেক সাধারণ সম্পাদক ে শখ নিজামুদ্দিন , জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুণার রশিদ . জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক জ্যো¯œা আরা , সহযাত্রী সম্পাদক কাজী স ুফিউল্লাহ ফারুকি আবু কাজী , ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকীম , দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান , বিটিভির জেলা প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুদ্দীন , দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জেলা সংবাদ পত্র পরিষদের আহবায়ক জি এম নুর ইসলাম , সূর্যোদয় পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরি ,মুক্ত স ¦াধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম , আজকের সাতক্ষীরার সহ সম্পাদক তৌহিদুর রহমান ডাবলু, বার্তা সম্পাদক মোঃ শাহ আলম, সহ- সম্পাদক শেখ আব্দুল মমিন, কাফেলার বার্তা সম্পাদক এম ইদ্রিস আলি প্রমুখ।
Leave a Reply