কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কাশিমাড়ী প্রতিনিধি: কাশিমাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

‘ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে শংকরকাটি সততা সংগঠনের উদ্যোগে গত সোমবার বিকালে শ্যামনগর উপজেলার শংকরকাটি বাজার চত্বরে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরকাটি সততা সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।

সততা সংগঠনের সদস্য তানভীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, ঢাকা মেগা সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান সায়দুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির সিএসই বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *