নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার মাগুরায় যৌতুকের দাবিতে গৃহবধু পিটিয়ে মারাত্মক জখম করেছে পাষন্ড স্বামী ও তার পরিবার। বুধবার সকালে গ্রামে এঘটনা ঘটে। আহত গৃহবধু মাগুরা দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যা সালমা বেগম। এঘটনায় ভুক্তভোগী সালমা বেগম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ সালমা বেগমের ভাসুর মিজানুর রহমানকে আটক করেছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০ বছর পূর্বে একই এলাকার আব্দুর রাজ্জাক সরদারে ছেলে ইসমাইল হোসেনের সাথে পরিবারিকভাবে বিবাহ হয় সালমা বেগমের। বিবাহের পর থেকে প্রায়ই ইসমাইল সালমা বেগমকে যৌতুকে দাবিতে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। ইতোমধ্যে তাদের ৪টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এদিকে সম্প্রতি ইসমাইল হোসেন অন্য মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সালমা বেগমের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। টাকা না দিলে খড়িবিলা এলাকার মোনতাজ সরদারের কন্যা আয়শা খাতুনকে বিবাহ করার হুমকি দেয় সালমা বেগম। এর জের ধরে গত ১৮ জুন’১৮ তারিখে প্রেমিকা মোনতাজ সরদারের কন্যা আয়শা খাতুনের বাড়িতে অবস্থান করাকালে সালমা খাতুন তার স্বামী ইসমাইলকে বাড়ি যেতে বলেন। এসময় পাষ- স্বামী ইসমাইল, ভাসুর মিজানুর রহমান এবং মোনতাজ সরদারের কন্যা আয়শা খাতুন সালমা বেগমকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে।
Leave a Reply