তালায় টিআরএম প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

তালা প্রতিনিধি: তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৮০ টি চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (১২ জুন) জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভারপ্রাপ্ত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *