কপোতাক্ষের বেঁড়িবাঁধে ছিদ্র, লোকালয়ে ঢুকছে নদীর পানি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ের বিল এলাকায় কপোতাক্ষ নদের বেঁড়িবাঁধে ফাঁটল দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ভেতর দিয়ে নদীর পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দা সাঈদুল ইসলাম বলেন, দুপুরের দিকে বাঁধে ফাঁটল দেখা দেয়। এরপর থেকেই পানি ধীরে ধীরে ঢুকছে জনপদে। এখনই ব্যবস্থা না নিলে বাঁধ পুরোপুরি ভেঙে যেতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা।

তিনি আরও অভিযোগ করেন, সঠিকভাবে বাঁধ মেরামত না করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায় এড়াতে পারে না।

বিষয়টি জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২–এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধে পানি ঢুকছে, এমন তথ্য আগে জানতাম না। আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, প্রতাপনগর এলাকা ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই বাঁধ নির্মাণ না হলে প্রতি বছর বর্ষায় মানুষ দুর্ভোগে পড়েন।

এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *