চেতনানাশক স্প্রে করে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করার পর জানালার গ্রীল কেটে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ ৮৩ হাজার টাকা লুট করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২ টার পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশীশ^রপুর গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন শাহীনুর রহমান(৪৫) ও তার স্ত্রী মাসুমা পারভিনকে (৪০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহীনুৃরের মা নুরুন্নেছা খাতুনকে (৭০) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশীশ^রপুর গ্রামের শাকিলা খাতুন জানান, শাহীনুর রহমান, মাসুমা পারভিন ও নুরুন্নেছা খাতুন শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে জান। সকাল ৮টার দিকে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পাওয়ার একপর্যায়ে তারা দরজায় ধাক্কা দিলে খুলে যায়। পরিবারের তিন সদস্যকে তারা অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এ ছাড়া ঘরের শোকেজ ও আলমারির কাঁচ ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। তাদের তিনজনকে সঞ্জাহীন অবস্থায় প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শাহীনুর ও তার স্ত্রী মাসুমা পারভিনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলমারি ও শোকেজ এর তালা ভেঙে তিনটি সোনার রুলি, দুটি সোনার আংটি, একটি ছোট ও একটি বড় সোনার চেইনসহ নগদ ৮৩ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply