আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয় পানির মধ্যে অবস্থান করছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিআরডিবি ও প্রেস ক্লাবের সামনের সড়কে পানির স্তুবে পরিনত হয়েছে। গ্রাহক-সদস্য, রোগি ও সাধারন মানুষ পানির সাথে যুদ্ধ করে অফিসে যেতে বাধ্য হচ্ছে।
উপজেলা পরিষদের মূল গেটের মুখে দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয় অবস্থিত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যাবধি অফিস চালু থাকে। দূরদুরান্ত থেকে গ্রাহক-সদস্যরা প্রতিদিন অফিসে যাতয়াত করে থাকে। অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত অফিসে অবস্থান ও যাতয়াত করে থাকেন। বলতে গেলে বছরের প্রায় ১০/১১ মাস অফিস চত্বরে পানির বসবাস থাকে। আর সামান্য বৃষ্টি হলেই পুরো চত্বর পানিতে টইটম্বুর করে। একটানা ২/৩ দিন বৃষ্টি হলে ভবনের চারি পাশে নদীতে পরিণত হয়। বলতে গেলে অফিস কক্ষের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়। গত ৭/৮ দিনের টানা বৃষ্টি পাতের ফলে দারিদ্র বিমোচন অফিস, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শহীদ মিনার চত্বর, স্সৃতি সৌধ চত্বর এখন পানিতে ভরে গেছে। অফিসের মধ্যে পানি ও পানির পোকামাকড় খেলা করছে।
উপজেলার গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের মুখে, বিআরডিবি ভবন ও প্রেস ক্লাবের সামনে ২০/৩০ হাত সড়ক জুড়ে পানির বন্যা বইছে। সামান্য বৃষ্টি হলেই পানির হাতছানিতে রাস্তাটি ভরে ওঠে। এখন একটানা বৃষ্টির ফলে পানির চাপে রাস্তা ছাপিয়ে ঘরের মধ্যে উঠতে চাইছে। সকলকে জুতা খুলে বা পায়ের গোছা ডুবিয়ে রাস্তা পাড়ি দিতে হচ্ছে। এ এক অন্য রকম অভিজ্ঞতা। তবে দুর্বিসহ যন্ত্রণা, অসহনীয় ভোগান্তির কবলে সংশ্লিষ্ট সকলকে রীতিমত বেধে রেখে সহ্য করানো হচ্ছে বললেও অত্যুক্তি হবেনা। সবাই এই যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে চায়। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আশাশুনির মানুষকে বাঁচাতে একটু সহানুভূতি দেখাবেন সে আকুতি ভুক্তভোগিদের।
Leave a Reply