আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় আশাশুনি এতিম প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন ট্রেইনার পরিবেশকর্মী খালিদ লামি।
এসময় কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাসে স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে দোকানদারদের পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে এবং ক্রেতাদের পলিথিনের বিকল্প  ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হবে। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *