সাতক্ষীরায় আরো ২ জনের করোনা শনাক্ত 

সাতক্ষীরার আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কফ পরীক্ষা করে তাদেরকে সনাক্ত করা হয়। তবে তারা কেউ সাতক্ষীরার কোন হাসপাতালে ভর্তি হননি। করোনা আক্রান্তরা হলেন,সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেন এর ছেলে রামপ্রসাদ সেন(৭৫) ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন (৩৩)।

তালা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন সেন জানান, তার ছোট ভাই সমীর সেন কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে পেশাগত কারণে বসবাস করেন। সেখানে সে ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাজ করে। কয়েকদিন আগে বাবা রামপ্রসাদ সেন  সমীরের বাসায় বেড়াতে যায়। সেখানে তিনি শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার লক্ষন  দেখা দিলে ওই হাসপাতালের ম্যাশিন চুরি হয়ে যাওয়ায় শনিবার তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কফ এর নমুনা দিয়ে বাবাকে আবারো অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় আনা হয়েছে। তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে হাসাতালে এলে তার কফ পরীক্ষা করে করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি হন নি।

সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ১৮ জুন সাতক্ষীরা শহরেরর রাজারবাগানের আজিজুর রহমানের ছেলে মাহাফুজুর রহমান (৬১) করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তালার রামপ্রসাদ সেন ও রবিবার ডিসি অফিসের সিএ সাদ্দাম হোসেনের করোনা পজেটিভ হলেও  তার ভর্তি না হয়ে নিজ নিজ দায়িত্বে আইসোলশনে আছেন। এই দুজন নিয়ে সাতক্ষীরায় মোট তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *