আশাশুনিতে আইডিয়ালের  প্রতিবন্ধীতা সনাক্তকরন এবং প্রাথমিক হস্তক্ষেপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্দ্যেগে প্রতিবন্ধীর প্রাথমিক সনাক্তকরন এবং প্রাথমিক হস্তক্ষেপ এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদের হল রুমে  এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন পরিষদের প্রসাসনিক কর্মকর্তা অরবিন্দু কুমার সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন ও উদ্বোধন করেন ইউপি সদস্য  শীর্ষ মোহাম্মদ জেরী। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিশু ও যুবগনের অভিভাবক বৃন্দ। প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ট্রেইনার সিবিআর অফিসার করবী স্বর্ণকার। আইডিয়ালের প্রজেক্ট কো-অডিনেটর  ফারজানা মুস্তাহিদ, সিবিআর অফিসার। (ম্যাপইন সিবিআর) প্রকল্পের ফিল্ড ট্রেনিং অফিসার আফতাবুজ্জামান এর সঞ্চালনায়। প্রশিক্ষণে প্রতিবন্ধী কি প্রতিবন্ধীর প্রকারভেদ, কেন শিশু প্রতিবন্ধী হতে পারে, প্রাথমিক  কি ভাবে প্রতিবন্ধী সনাক্ত করবো, এসকল বিষয় গুলো প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহনের মাধ্যমে সু-স্পষ্ট ধারনা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *