বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম এবং সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সম্পাদক জ্যোৎস্না দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুফিয়া কামালের সংগ্রামী ও বৈচিত্র্যময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সুফিয়া কামাল শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন নারী অধিকার, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্যবাদী সমাজ গঠনের এক অবিসংবাদিত কণ্ঠস্বর।
নারী হয়েও তিনি পিতৃতান্ত্রিক সমাজের বাধা ডিঙিয়ে সমাজ বদলের নেতৃত্ব দিয়েছেন। বৈষম্য, ধর্মীয় গোড়ামি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার অবস্থান ছিল অটল। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও তিনি যে জ্ঞান অর্জন করেছেন, তা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন সমাজ পরিবর্তনের অগ্রদূত।
বক্তারা আরও বলেন, সুফিয়া কামাল কখনোই নারীমুক্তির প্রশ্নে আপোষ করেননি, বরং সকল প্রতিকূলতার মাঝেও নারী অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকেছেন।
সভার শেষে জাতির এই গর্বিত কন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
Leave a Reply