সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরায়। এ উপলক্ষে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্বদেশ এনজি’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভির মমতাজ আগমেদ বাপী, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, নান টিভি ও ভোরের চেতনার আব্দুর রশিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

বক্তারা বলেন, দেশের গণমানুষের আস্থা অর্জনে একাত্তর টেলিভিশন শুরু থেকেই সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও দ্রুততার কারণে এই চ্যানেল মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *