বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল, ডেন্টাল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

বিশেষ প্রতিনিধি : “জীবন প্রতিযোগিতার নয়, জীবন সহযোগিতার” এই মানবিক স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশন আগামী ৬ জুন ২০২৫, শুক্রবার বিকেল ৩টায় তাদের প্রধান কার্যালয়ে আয়োজন করতে যাচ্ছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প। স্বাস্থ্যই সম্পদ—এই বিশ্বাস থেকে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, দন্তচিকিৎসক এবং মেডিকেল টেকনোলজিস্টগণ উপস্থিত থাকবেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন কালীগঞ্জ উপজেলার গর্বিত কৃতি সন্তান ডা. মোঃ খালিদ হাসান, এমবিবিএস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। তাঁর সহকারী হিসেবে থাকবেন খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী, যারা উপজেলার তরুণ চিকিৎসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন। ডেন্টাল ক্যাম্পে থাকবেন ডেন্টিস্ট মোঃ রাসেল বিশ্বাস, খুলনা মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন সম্পন্নকারী একজন দক্ষ দন্তচিকিৎসক। ব্লাড গ্রুপিং সেবায় দায়িত্ব পালন করবেন মোঃ রেজওয়ান মোড়ল, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের সভাপতি। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান এবং একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একটি স্বাস্থ্য ক্যাম্প নয়, বরং একটি সামাজিক দায়িত্ববোধের বাস্তব প্রকাশ। আয়োজকরা সকল শ্রেণিপেশার মানুষকে পরিবারসহ এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *