সোমবার রাত সোয়া ১১টার দিকে ইমরানকে ছেড়ে দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান।
তিনি শুধু বলেন, “জিজ্ঞাসাবাদ শেষে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
র্যাব-৩ এর একটি দলই ইমরানকে বিকাল সাড়ে ৪টার দিকে ধরে নিয়েছিল।
রাত সাড়ে ১১টার দিকে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরান ভাই ছাড়া পেয়েছেন। তিনি এখন বাসার দিকে যাচ্ছেন।”
মাদকবিরোধী অভিযানে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে শাহবাগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে উপস্থিত হলে ইমরানকে ধরে নিয়ে গিয়েছিল র্যাব। তখন পেটানো হয় গণজাগরণ মঞ্চের কর্মীদেরও।
Leave a Reply