সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

নিজস্ব প্রািতনিধি : ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮মে) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহর উদ্বোধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জেন ডা. আব্দুস সালাম’র  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ পুলিশ সুপার ডিএসবি মিথুন সরকার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ প্রবীর মুখার্জি, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, ডাঃ সুমনা সুলতানা প্রমুখ।উল্লেখ্য ২৮ মে থেকে ০৩ জুন পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় উক্ত পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।এসময় বক্তারা বলেন, শিশু জন্মের পরপরই শাল দুধ খাওয়ানো ও শিশুদের পুষ্টি জাতীয় খাদ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে অবশ্যই সচেতন হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে।এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের  সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *