শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৩ তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শ্যামনগরের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিন জননন্দিত জাতীয় পত্রিকা। প্রকাশনার শুরু থেকেই পত্রিকাটি পাঠকের মন কেড়েছে। যায়যায়দিনের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হোক।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার শ্যামনগরের প্রতিনিধি রনজিৎ বর্মন।
কালিগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কালিগঞ্জ বিশেষ প্রতিনিধি: যায়যায় দিন ১৩তম বর্ষে পদারপর্ণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ ফ্রেসন্ড ফোরামের আয়োজনে ৬ জুন বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবান্ধীক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায় দিন উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সংঙ্গীত শিল্পী ও শিক্ষক কনিকা সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী বাহির হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, কবি, সাহিত্যিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply