আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে জামায়াতে ইসলামীর ইউনিট, সভাপতি সেক্রেটারী ও বায়তুলমাল সেক্রেটারীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবারন সকাল ১০টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আঢোজন করা হয়।
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাই’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।
Leave a Reply