টাকার জন্য মামলা দীর্ঘদিন চালাবেন না

শহর প্রতিনিধি: জেলা আইনজীবী সহকারি সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সমিতি ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সহকারি সমিতির সভাপতি বিমল কৃষ্ণ সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা জেলার জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য খুবই দক্ষ ও কর্ম চঞ্চল এবং সুসংগঠিত। বিচারক একজনই তিনি সব দেখছেন। টাকার জন্য মামলা দীর্ঘদিন চালাবেন না। মক্কেলদের মনে করবেন বাবা, মা, ভাই-বোন। মানবিক দৃষ্টিকোন থেকে সবকিছুর বিচার করবেন। আপনারা গুণী মানুষ। সৎ ভাবে পেশার দায়িত্ব পালন করুন তাহলে সফলতা আসবেই।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আ.ফ.ম রেজওয়াউল্লাহ সবুজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. সম্ভু কুমার সিংহ, জেলা আইনজীবী সহকারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সনীল মন্ডল, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সহকারি সমিতির সদস্য বসু ঘোষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *