:মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনেশিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরার খুলনা রোডস্থ মোড়ের সামনে এই নামাজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরার সমন্বয়ক মোহাম্মদ আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি-সহ শত শত ছাত্র -জনতা।
জানাজা নামাজে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে।
নাজম ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবর রহমান,শ্রমিক অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। জানাজা নামাজে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে।
Leave a Reply