আশাশুনি কুল্যায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত বাংলাদেশে সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুল্যা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার কাদাকাটি হাজির হাটখোলায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ কুল্যা ইউনিয়নের কৃষক দলের আবায়ক মোঃ মমিনুল রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদেরের পরিচালন কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ লিয়াকাত হোসেনে। এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply