১৮ নভেম্বর ২০২৪, সোমবার সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র ইয়ুথ
এনজেগমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপে এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সাতক্ষীরা সরকারি কলেজ
প্রাঙ্গণে ’তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণামূলক কর্মসূচি’র
আয়োজন করা হয়।
কর্মসুচির অংশ হিেেসবে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন
‘সাতক্ষীরা সরকারি কলেজ’ এর অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম। এ সময়
সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ এবং কর্মসূচির
উদ্দেশ্য বর্ণনা করেন সনাক এর ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. অলিউর
রহমান। উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো.
ছানোয়ার হোসেন। সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই
মো. মনিরুল ইসলাম।
সনাক এর ইয়েস সদস্যগণ দলনেতা মুশফিকুর রহমানে নেতৃত্বে অর্ধ-দিনব্যাপী
কলেজের দেড় শতাধিক শিক্ষার্র্থীদেরকে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য
প্রাপ্তির আবেদন করার প্রক্রিয়া ও কৌশল হাতে-কলমে শেখান। এ সময় ইয়েস
সদস্যগণ শিক্ষার্থীদেরকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহব্বান
জানান।
Leave a Reply