আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের হিমখালী জলমহল দখলের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এঘটনায় উত্তর চাপড়া গ্রামের মোঃ আনারুল গাজীর পুত্র মোঃ সাইরুল ইসলাম বাদি হয়ে বেউলা গাজীর মাঠ গ্রামের মৃত ইছাক আলী সরদারের পুত্র শীষ মোহাম্মদ জেরী, মৃত কেয়ামদ্দীন সরদারের পুত্র মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ফজলু সরদার এবং ইবা গাজীর পুত্র মোঃ নাজমুল ইসলাম কে বিবাদী করে আশাশুনি থানায় ৬২০ নং জিডি দায়ের করেন। জিডি সূত্রে জানা যায় বাদি মোঃ সাইরুল ইসলাম মহেশ্বরকাটি মৌজার ১ নং সরকারি খাস খতিয়ানে হিমখালী জলমহলে অনুমান ২০.২০ একর জমি সরকারের নিকট থেকে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলো। এতে উল্লেখ্যিত বিবাদীরা উক্ত জলমহলের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করিলে বিবাদীদের বিরুদ্ধে বাদি বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ১৯৯৯/২৪ দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।বিবাদীদের বিরুদ্ধে মামলা করার আক্রোশে উল্লেখিত বিবাদীরা শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল অনুমান সাড়ে ৪ ঘটিকার সময় বাদি কে জলমহলের রাস্তায় একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জলমহল দখলের হুমকি দেয় এবং বাদিপক্ষ দখলের কাজে বাধা নিষেধ করিলে বিবাদীরা তাদের কে মারপিট ও মিথ্যা মামলা করে হয়রানির হুমকি দেয়। এঘটনায় ভুক্তভোগী মোঃ সাইরুল ইসলাম জলমহলে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ এবং বিবাদীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply