নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ২০২৪ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন ২০২২ সালে যোগদান করার পর থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছেন। শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন, সকল পাবলিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সমন্বয়ে খান বাহাদুর আসানউল্লাহ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরালস পরিশ্রম করে যাচ্ছে। ৪৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯ জন এ প্লাস ও ২২ জন “এ “গ্রেড সহ মোট ৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকল শিক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নানান প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আলিম পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সদরের শীর্ষ অবস্থান করছে। ভালো ফলাফল অর্জন করায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এবং অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন সহ শিক্ষকদের সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply