দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। ফিরোজা মজিদ ট্রাস্টের সখিপুন নিজস্ব অফিস প্রাঙ্গনে (শনিবার) ১২ অক্টোবর, ২৪ ইং সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এমবিবিএস ডাক্তার আরাফাত আহম্মেদের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকগন এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উচ্চ রক্তচাপ, রক্ত পরীক্ষা করার সাথে সাথে ২৯ টি আইটেমের ঔষধ ফ্রি বিতরণ করা হয়। দেবহাটার বিশিষ্ট সমাজসেবক, সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল মজিদের ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্পে মরহুমের ছেলে ফিরোজা মজিদ ট্রাস্টের নির্বাহী পরিচালক ইকবাল মাসুদ, মরহুমের মেজো মেয়ে শাহিনা পারভিন,নাদিরা বিলকিস, মিতু ইসলাম,শিরিন সুলতানা,মরহুমের জামাতা নৌবাহিনী কর্মরত কনেডোর জাকিরুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম,বাংলাদেশ জামায়েত ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য জামায়তে ইসলামী নেতা আফসার আলী, আশরাফুজ্জামান,বিএনপি’র নেতা শহিদুল ইসলাম, কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply