1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
৬ শ্রাবণ, ১৪৩২
Latest Posts
📰জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ📰গাড়িতে যাত্রী সেজে বন্ধুত্ব গড়ে তুলে প্রতারণা ও ধর্ষণ📰জুলাই শহীদ দিবসে সাতক্ষীরার বাইপাস জিরো পয়েন্টে মোটরযানের উপর মোবাইল কোর্ট 📰জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরায় পোস্ট  কার্ড বিতরণ  উদ্বোধন 📰আশাশুনির গজুয়াকাটি সরকারি প্রাইমারী স্কুলের মেঝে ১ফুট পানিতে প্লাবিত📰আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) কে বিদায় সংবর্ধনা প্রদান📰আশাশুনি টু বাঁকা ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে করুন অবস্থা📰পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত📰পাইকগাছায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস 📰সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে পানিবন্দী শত শত পরিবার

৩৪ বছর পর ট্রিপল সেঞ্চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

মুলতান টেস্টে অবশেষে ইনিংস ঘোষণা করলো ইংল্যান্ড। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে প্রথম ইনিংসের ইতি টানলো ইংলিশরা। ৭ উইকেটে ৮২৩ রান করে পিচে থাকা ক্রিস ওকস ও ব্রাইডন কার্সকে ডেকে নেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ। টেস্ট ইতিহাসে এক ইনিংসে দলীয় চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৫৫৬ রান। স্বাগতিকদের রানের পাহাড়ের বিপরীতে পাল্টা পর্বত দাঁড় করিয়েছে ইংল্যান্ড। ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকান হ্যারি ব্রুক। সব মিলিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩২২ বলে ৩১৭ রানের (২৯ চার ও ৩ ছক্কায়) মহাকাব্যিক ইনিংস খেলেন ব্রুক।

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি করেছিলেণ গ্রাহাম গুচ। সেটি আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯০ সালে। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ। আর সব মিলিয়ে টেস্টে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরি হয়েছে ৫ বছর আগে ২০১৯ সালে। এই পাকিস্তানের বিপক্ষেই অ্যাডিলেডে ৩৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এদিন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন জো রুট। ৩৭৫ বলে ২৬২ রান (১৭ চারে) করেন তিনি। রুটের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২৫৪ রানের। সেটিও ছিল পাকিস্তানের বিপক্ষেই, ২০১৬ সালে ম্যানচেস্টারে।

মুলতানে চতুর্থ উইকেটে ৪৫৪ রানের জুটি করেন রুট। টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে এজবাস্টনে ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রানের জুটি করেছিলেন পিটার মে ও কলিন কাউড্র। ওই জুটিও হয়েছিল চতুর্থ উইকেটেই।

ইংলিশদের ৪৫৪ রানের জুটি ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে হোবার্ট টেস্টে ৪৪৯ রানের জুটি করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেস। সেটি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টেস্টে ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিটি ৬২৪ রানের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি জুটিটি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেল জয়াবর্ধানে।

ইংল্যান্ডের ৮২৩ রানের ইনিংসে বেন ডাকেটের অবদান ৮৪ রানের। এছাড়া ওপেনার জ্যাক ক্রাউলি করেন ৭৮ রান। ৩১ রান করেন জেমি স্মিথ। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও সাইম আইয়ুব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd