1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
৭ বৈশাখ, ১৪৩২
Latest Posts
📰সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন📰ধরা’র আয়োজনে “হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা” বিষয়ক আলোচনা সভা📰আশাশুনি সরকারি কলেজে ৬  শিক্ষককে এডহক নিয়োগ📰রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা📰মাদকসহ বিএনপি নেতার স্ত্রী আটক📰ফলোআপ নিউজ তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন বিলকিস বেগমের!📰কুল্যায় ফিলিন্তিনদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ📰আনুলিয়ায় একশত পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ📰আশাশুনির খাজরা হাট বাজারের  ইজারা গ্রহিতার সাব ইজারা হস্তান্তর📰সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-গঠিত কমিটির অভিষেক

নগরঘাটা গাবতলায় অন্যের মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে অন্যের মৎস্য ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে এক মৎস্য ঘের ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গাবতলা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুল গনি গাজী জানান, গাবতলা মাঠে তার ৬ বিঘা একটি মৎস্য ঘের রয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতির কারনে সবার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে আনুমানিক ৩টার দিকে আমার মৎস্য ঘেরে হোসেন আলীর নেতৃত্বে তার ঘেরের কর্মচারী এরফান হোসেন (২০), গাবতলা গ্রামের সালাম সরদারের পুত্র মো. সোহরাফ সরদার (৪৫) এবং গাবতলা গ্রামের নরিম ওরফে নইরী বাজনদারের পুত্র জালাল উদ্দীন (৪০) হোসেন আলীর ঘেরের পাশ্ববর্তী যতগুলো ঘের রয়েছে সেসব ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আমি হাতেনাতে ধরে ফেলায় সবাইকে ডাকাডাকি করলে সবাই আসলে হোসেনকে ধরে নিয়ে স্থানীয় শুকুরের দোকানে যায়।
গাবতলা গ্রামের সামাদ সরদারের পুত্র আফজাল হোসেন জানান, হোসেন আলী সবার ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। যাতে করে সবার ঘেরের মাছ হোসেন আলীর ঘেরে উঠে যায়।
আলাউদ্দিন সরদারের পুত্র জহুরুল ইসলাম জানান, তাদের ৫ বিঘা একটি ঘের রয়েছে যাতে গ্যাস ট্যাবলেট দিয়েছে হোসেন আলী। এই গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমার ঘেরের মাছ সব হোসেন আলীর ঘেরে উঠে যাবে।
জফর মোড়লের পুত্র ইসরাফিল হোসেন (২২) জানান, আমার ৫ বিঘা ঘেরে সর্বস্ব টাকা-পয়সা খরচ করে মৎস্য চাষ করেছি। কিন্তু হোসেন আলীর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমি সর্বশান্ত হওয়ার পথে।
মৃত ওয়াজেদ মুহুরির পুত্র মো. কামরুল ইসলাম জানান, এই হোসেন আলীর নেতৃত্বে ইতিপূর্বে গাবতলা গ্রামের চুরি, বাটপারি সহ নানা রকম অপকর্ম হয়ে থাকে। বছর তিনেক আগে এই হোসেন আলী আমার ঘের বিষ দিয়ে মাছ মেরে দেই।
মৃত আব্দুল গফুর গাজীর পুত্র বিল্লাল গাজী জানান, আমরা দুইভাই ছোটখাটো একটা ঘের করি। বর্তমানে বন্যা পরিস্থিতির কারনে ঘের ডুবে গেছে। মাছ ঘের থেকে বের করে নেওয়ার জন্য এই হোসেন আলী বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। আমরা নিঃশ্ব হয়ে গেছি। আমি আমার ঘেরের ক্ষতিপূরণ চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও এলাকার শত শত সাধারণ জনগন জানান, এ এলাকার সকল অপকর্ম, চুরি, বাটপারি সহ নানা কাজ এই হোসেন আলী করে থাকে। হোসেন আলী সহ অপকর্মের সক সহযোগিকে আইনের আওতায় এনে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd