LWখুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বড়ী বাঁধ ভাংগনের সম্ভাবনা দেখা দেওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতংকে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সোলাদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক ওয়াপদা বেড়ীবাঁধ মেরামতের কাজ শুরু করেন। বুধবার সকালে দু-শতাধিক লোক নিয়ে ঝুকিপূর্ণ প্রায় এক কিলোমিটার বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের শিবসা নদীর তীরে ওয়াপদার বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এর ফলে ১১ সহস্রাধিক লোক পানি বন্দি হওয়ার আতংকে সোলাদানা ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানের দ্বারস্থ হয়। সম্প্রতি সাবেক এ চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কালিনগরের বাঁধ মেরামত করা হয়েছে। যার ফলে ১৩ টি গ্রাম পানিবন্দির কবল থেকে রক্ষা পায়েছে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ডেলুটির ক্ষতিগ্রস্ত এ ওয়াপদা বেড়ী বাঁধ মেরামতের শুরু করা হয়েছে বলে সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক এ প্রতিনিধিকে জানিয়েছেন।
Leave a Reply