মেঘ উড়ে যায় মেঘের বাড়ি
খুশির নূপুর পায়ে
মেঘ হয়ে যায় পরির মেয়ে
শহর থেকে গায়ে।
মেঘ ছুটে যায় দূরের গ্রামে
মেঘ শোনে না বারণ
মেঘরা আসবে আমার বাড়ি
নেই তো কোনো কারণ।

মেঘ উড়ে যায় মেঘের বাড়ি
খুশির নূপুর পায়ে
মেঘ হয়ে যায় পরির মেয়ে
শহর থেকে গায়ে।
মেঘ ছুটে যায় দূরের গ্রামে
মেঘ শোনে না বারণ
মেঘরা আসবে আমার বাড়ি
নেই তো কোনো কারণ।
Leave a Reply