সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে ১৬ জুলাই ’২৪ মঙ্গলবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ ও শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
সমাবেশে বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, ‘সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে সারাদেশের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। সরকার সে দাবিতে কর্ণপাত না করে আদালতের ঘাড়ে দায় চাপিয়ে সময়ক্ষেপণ করছে। অন্যদিকে বলপ্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন দমনের ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। সন্ত্রাসীদের হামলায় শত শত ছাত্র-ছাত্রী মারাত্মক আহত হয়েছেন। আমরা এ ন্যাক্কারজনক হামলা ও সরকারি দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’
কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমথর্ন ও সংহতি জানিয়ে বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, ‘কোটাব্যবস্থা সংস্কারের জন্যে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে অনতিবিলম্বে একটি কমিশন গঠন করে সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত গ্রহণ করতে হবে। মতামতের ভিত্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে যৌক্তিক পর্যায়ে কোটা সংরক্ষণ করে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কার করতে হবে।’
নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্যে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply