আশাশুনিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নাগরিক উদ্যোগ সংস্থার আয়োজনে আশাশুনি অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খুলনা নাগরিক উদ্যোগ সংস্কার জেলা ভলেন্টিয়ার দুলাল চন্দ্র দাশ। নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মসলিমা খাতুন মিলি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী মানিক দাশ। আলোচনা সভায় প্রাথমিক বক্তব্য উপস্থাপন ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ সংস্থার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। উন্মুক্ত আলোচনা রাখেন লতা রানী, রেবা বিশ্বাস ও জবা বিশ্বাস। এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক আসলাম লিংকন, উপজেলা এনজিওর সমন্বয়কারী সুশান্ত মল্লিক, চাইল্ড এইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়, অ্যাডভোকেসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দলিত, বঞ্চিত গোষ্ঠীর সুশাসন ও মানবাধিকার এর সুরক্ষা ও বিকাশে তৎপরতা চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply