গত ২৭ এপ্রিল ২০২৪ শনিবার দিনব্যাপি জেলা সাহিত্য পরিষদের
আয়োজনে যে সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও প্রকাশনা
উৎসব অনুষ্ঠিত হয়েছিল তার মূল্যায়ন সভা গতকাল সন্ধ্যা ৭টায়
সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কার্যানির্বাহী কমিটির সভা ও মূল্যায়ন সভা সংগঠনের
সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য
রাখেন সংগঠনের সহ সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক
আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ
সম্পাদক ম. জামান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও
নির্বাহী সদস্য শেখ মোসফিকুর রহমান মিল্টন, পল্টু বাসার, কন্ঠ শিল্পী
মঞ্জুরুল হক, মোঃ শহিদুল ইসলাম, শামিমা পারভীন রতœা, ড. দিলারা
বেগম, দিলরুবা, হাবিবুল বাসার, জি,এম হুমায়ন কবির, মনিরুজ্জামান
মুন্না, রফিকুল বারী, কে বি সুমন, ইকবাল হোসেন প্রশান্ত কুমার
পাল, মোঃ আবু সাঈদ সরদার, ইউসুফ আলী, মহসিনূল ইসলাম,
কামরুন্নাহার কচি, রুবেল হোসেন, আব্দুল্লাহ আল- মামুন, শিরিন
সাদী, খন্দকার ইয়াছির প্রমুখ। সভায় অনুষ্ঠিত সম্মেলনের আয়-ব্যয়ের
হিসাব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের
জ্ঞাতার্থে তুলে ধরেন এবং সকলের সম্মতিতে তাহা অনুমোদিত হয়।
সম্মেলনের উদ্ভোধক বাংলা একাডেমীর মহাপরিচালক মুহাম্মদ নূরুল
হুদা ও প্রধান অতিথি গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক
সিনিয়র সচিব কবি ও কথা সাহিত্যিক আবদুস সামাদ ফারুক বলেন
জেলা সাহিত্য পরিষদের আজকের এক সাহিত্য সম্মেলন ও কর্মশালা
জাতীয় মানের হয়েছে। এই বক্তব্যের সাথে তাল মিলিয়ে মুল্যায়ন সভার
বক্তারা বলেন জেলা পযায়ে জাতীয় মানের সাহিত্যের অনুষ্ঠান সকলের
সহযোগিতায় করতে পেরে আমরা খুবই আনন্দিত। সময় উপযোগী এমন
মৌলিক অনুষ্ঠান অব্যাহত রাখবে জেলা সাহিত্য পরিষদ, সাতক্ষীরা।
সমগ্র সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ম. জামান।
Leave a Reply