তালায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের উদ্ধোধন


তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে ইসলামকাটি বাজারে উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইসলামকাটি সাব রেজিস্ট্রার কর্মকর্তা  মইনুল হক, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক  শেখ আব্দুল আজিজ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, ইউপি সদস্য খাইরুল আলম প্রমূখ। ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সাধারন সম্পাদক রণজিৎ কুমার ঘোষ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মাদ রফিকুল ইসলাম।
পরে ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অফিসে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সুরেন্দ্রনাথ চক্রবর্ত্তী ১৯২৬ সালে তিনি ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্ট গঠন করেন। পরে ট্রাস্ট নামে প্রায় ৩৫ বিঘা জমি দান করেন। সেখানে ইসলামকাটি সাব রেজিস্ট্রার অফিস,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কেন্দ্র, ইসলামকাটি (পারবতি নার্থ) বহুমূখি উচ্চ বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ,পুকুর ও পুকুরের ঘাট স্থাপনা নির্মান করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *