২৪ ঘণ্টায় আরও শতাধিক করোনা রোগী শনাক্ত

ন্যাশনাল ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। তবে এ সময় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জন।
শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৬২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ এক হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *