আন্তর্জাতিক ডেস্ক : ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন চীনের সাবেক শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক জর্জ গাও। বিবিসি রেডিও ৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
চীনে মহামারি নিয়ন্ত্রণে চীনের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ বা সিডিসির সাবেক এ প্রধানের বেশ বড় ভূমিকা ছিল। এ ছাড়া তিনি কভিডের উৎস খুঁজে বের করতে বহুদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চীনের ‘ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন অব চায়না’র ভাইস প্রেসিডেন্ট।
গাও বলেন, সব সময়ই সবকিছু নিয়ে প্রশ্ন তোলা যায়। এটাই বিজ্ঞান। এখানে কোনো আশঙ্কাকেই উড়িয়ে দেওয়া যায় না। চীন সরকার যেভাবে কোনো ধরনের লিকের কথা অস্বীকার করেছে, তারা নিজেরা যদিও অতটা নিশ্চিত ছিল না। কারণ, সে সময় এ নিয়ে একাধিকবার অভ্যন্তরীণ তদন্ত করেছে সরকার। তবে সরকার কোনো সন্দেহজনক কিছু পায়নি। যে ভাইরাসটি কভিড সৃষ্টি করে, তা যে বাদুড় থেকে এসেছে সেটি প্রায় নিশ্চিত। কিন্তু কীভাবে এটি বাদুড় থেকে মানুষের শরীরে প্রবেশ করল তা নিয়ে বিতর্ক রয়েছে।
Leave a Reply