ইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ মে (রবিবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ এর আয়োজন করা হয়েছে।কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও সন্দীপন। অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কমীর্সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় কনসাটর্টি সবার জন্য উন্মুক্ত।
Leave a Reply