৫ এপ্রিল ২০২৩, সন্ধ্যায় মোর্চার অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বেলাল চৌধুরী, মনজুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, রফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ গত ৪ এপ্রিল’২৩ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, গত প্রায় দুই দিনেও রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করে আগুন নেভাতে পারেনি । এই থেকে প্রমাণ হয় আমাদের সক্ষমতা। ঢাকায় একসময় অনেক খাল ও পুকুর ছিল। আজ বেশিরভাগ ডোবা, জলাশয়, খাল, পুকুর ভরাট করে দখল করে নিয়েছে দালাল শ্রেণি। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও হাতিরঝিল এলাকা থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বার বার এই সব অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের জন্য মূলত রাষ্ট্রীয় অব্যবস্থাপনাই দায়ী।এই সব অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সক্ষমতা কত কম। নেতৃবৃন্দ, বঙ্গবাজারে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়িদের প্রতি সহানুভুতি প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন, সহজ শর্তে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিনাসুদের ঋণ ও আর্থিক সহায়তার দাবি করেন।
Leave a Reply