ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩
গণমুখী সংঘকে ১১০ রানে হারিয়ে ইউনাইটেড ক্লাব ফাইনালে

প্রেস রিলিজ: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ২য় সেমি ফাইনাল খেলা গণমুখী সংঘ বনাম ইউনাইটেড ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় গণমুখী সংঘ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৩১৮ রান করে। দলের রাফসান ৭৩, এনামুল ৬২ ও তানভির ৫৪ রান করে। প্রতিপক্ষের সৌম্য সরকার ৫টি উইকেট লাভ করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করে। দলের শাহজাহান ৬৪ ও সাঈদ ৫৯ রান করে। প্রতিপক্ষের এনামুল ৪টি উইকেট লাভ করে। ফলে ইউনাইটেড ক্লাব ১১০ রানে জয়লাভ করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইউনাইটেড ক্লাবের এনামুল হক।

আগামী ১৫/০২/২০২৩ ইং তারিখে সাতক্ষীরা স্টেডিয়ামে উইনাইটেড ক্লাব বনাম টাউন স্পোর্টিং ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *