পাইকগাছায় ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল ইট বোঝাই ট্রলির চাপায় প্রান হারলো

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল ইট বোঝাই ট্রলির চাপায় প্রান হারলো। জান্নাতুল সাতক্ষিরা জেলার কালিগজ্ঞ উপজেলার সুতা গ্রামে আল-আমীন হোসেনের মেয়ে। শনিবার সকালে উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে ইট বোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে জান্নাতুলকে চাপা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। চাকরি সুত্রে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়া হিসাবে বসবাস কারি নিহতের পিতা আল-আমীন জানান, শনিবার সকালে তার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরা জেলার আশাশুনির বড়দলের আব্দুর রশিদের ইটভাটা হতে ইটবোঝাই ট্রলি দ্রুত গতিতে চালিয়ে তার কন্যকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে, এসময় চালক পালিয়ে গেছে, থানায় অপমৃত মামলা হয়েছে বলে পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *