নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদরের ১২নং বল্লী ইউনিয়নের আয়োজনে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন তাহলে আমরা আজো পরাধীন ও অবহেলিত থাকতাম। বাংলাদেশ পারে জননেত্রী শেখ হাসিনা পারে তা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। আমাদের মানুষিকতার পরিবর্তন দরকার তাহলে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা আওয়ামী লীগের নিবাহী সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা নেছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা যুবলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সাদিক দীপ, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ। বিজয়ের মাসে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. রবিউল ইসলাম। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু ও মাস্টার সাহাজউদ্দিন মন্ডল।
Leave a Reply