এক সপ্তাহ পর করোনায় ফের মৃত্যু

এক সপ্তাহ পর আবারও করোনাভাইরাসে মৃত্যু দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও একজন। এর আগে গত ১৭ ডিসেম্বর দেশে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করে নতুন ৬ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৭৮ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন হয়েছে। 

মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন। 

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। এছাড়া নেত্রকোনায় একজন, খাগড়াছড়িতে একজন এবং জয়পুরহাট জেলায় একজন রোগী শনাক্ত হয়েছেন। দেশের বাকি জেলাগুলোতে নতুন করে কারও কোভিড শনাক্ত হয়নি। 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যানে যার নাম এসেছে, তিনি ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার বয়স ৪০ বছরের বেশি। ওই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৫ কোটি ৭১ লাখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *