সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আওতায় শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর ) বেলা ১১টায় সাস এর প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথিদের বক্তারা বলেন, তিনি উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের ডেইরিফার্ম উপপ্রকল্পের আওতায় সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ কওে বলেন, দুগ্ধ পল্লী হিসাবে খ্যাত জেয়ালা গ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে দুধ চলেযায়। কিন্তু এখানকার পরিবেশ স¦াস্থসম্মত ছিলোনা। ওখানকার খামারিরা সচেতন ছিলোনা। কিন্তু উন্নয়ন পচেষ্টার উদ্যোগে আজ জেয়ালার পরিবেশে পরিবর্তন ঘটেছে। এই ধারা অব্যহাত রাখতে হবে। তাহলে আমরা এর সুফলপাবো। কর্মশালায় অতিথিদের বক্তব্যে পরিবেশবান্ধন দুগ্ধ শিল্প গড়ে তোলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে এই এলাকায় দুগ্ধ শিল্প এগিয়ে নিতে হবে। খামারিদের বারবার প্রশিক্ষণের মাধ্যমে ধারাবাহিকতা বজায় বিষয় উঠে আসে। পরিবেশবান্ধন দুগ্ধ শিল্প গড়ে তোলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করে এই এলাকায় দুগ্ধ শিল্প এগিয়ে নিতে হবে। খামারিদের বারবার প্রশিক্ষণের মাধ্যমে ধারাবাহিকতা বজায় বিষয় উঠে আসে।
কর্মশালায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও এসইপি ডেইরি ফার্ম উপ-প্রকল্পের প্রকল্পব্যবস্থাপক গিয়াসউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎকুমার। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাডা. সঞ্জয় বিশ^াস, বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এস এম মজিবুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন প্রমূখ।
Leave a Reply