খুলনা, ০৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। প্রেস বিজ্ঞপ্তি:
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে
পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় আদায়কৃত জরিমানার তথ্য :
সময় : ১১.০০ হতে ১.৩০টা পর্যন্ত
মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করে রূপসা স্ট্যান্ডে নোংরা ও অস্বাস্থ্যকর
পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় শেনন রিভার ভিউ ও ক্যাফে কে ৫০০০/-,
সোহাগ হোটেলকে ২,০০০/-, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫০০০/-, বিদেশী কসমেটিকসে
মূল্য না থাকায় বিগ বাজারকে ৩,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা
হয়। এছাড়া বেশ কিছু দোকান তদারকি করা হয়।
অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ ১৫,০০০/- টাকা।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার
বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের
ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয়
এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন সদর থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি
খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply